Achivement

নজরুল একাডেমী প্রতিষ্ঠাতা সম্মাননা ক্রেস্ট, স্বর্ণপদক, সংবর্ধনা, পদক, সম্মাননা ও বিশেষ সম্মান প্রাপ্তদের তালিকা

প্রতিষ্ঠাতা সম্মাননা ক্রেস্ট:- কবি তালিম হোসেন-কে নজরুল একাডেমীর প্রতিষ্ঠাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে (২৫ অক্টোবর ১৯৯৬)।

নজরুল একাডেমী স্বর্ণপদক:- ১.আব্দুল কাদির, ২.খান মোহাম্মদ মঈনুদ্দীন, ৩.সৈকত আসগর(৩ জুন ১৯৯৪/২০ জ্যৈষ্ঠ ১৪০১), ৪.শেখ লুৎফর রহমান(৩ জুন ১৯৯৪/২০ জ্যৈষ্ঠ ১৪০১)।

নজরুল একাডেমী সংবর্ধনা/নাগরিক সংবর্ধনা:- ১. জনাব মিন্টু রহমান সংবর্ধনা ১৯৮০(জনাব মিন্টু রহমান নজরুল একাডেমী নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় সঙ্গীত বিভাগের তৎকালীন অধ্যক্ষ শেখ লুৎফর রহমান, সহ-অধ্যক্ষ ওস্তাদ ফুল মোহাম্মদ এবং সিনিয়র শিক্ষক সুধীন দাশসহ সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ নজরুল একাডেমীর পক্ষ থেকে ১৬ নভেম্বর ১৯৮০ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে) ২. ওস্তাদ ফুল মোহাম্মদ সংবর্ধনা(১৯ নভেম্বর ১৯৯৯) ৩.নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগম সংবর্ধনা (২৩ মে ২০০৫/ ৯ জ্যৈষ্ঠ ১৪১২) ৪. শিল্পী সোহরাব হোসেন সংবর্ধনা,(২৫ মে ২০০৬)৫. ডক্টর আশরাফ সিদ্দিকী সংবর্ধনা(১ মার্চ ২০০৯) ৬. উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী শিল্পী ফেরদৌসী রহমান নাগরিক সংবর্ধনা(২৩ মে ২০১০/৯ জ্যৈষ্ঠ ১৪১৭)৭. জনাব মিন্টু রহমান সংবর্ধনা ২০১১(২৭ মার্চ ২০১১/১৩ চৈত্র ১৪১৭)। ৮. ভাষাসৈনিক, শিক্ষাবীদ, কলামিস্ট ও সাংবাদিক অধ্যাপক মোঃ আবদুল গফুর সংবর্ধনা(২৪ মে ২০১৭)।

নজরুল একাডেমী পদক:- ১.বেগম ঊমা কাজী,(২০০৩) ২.নীলুফার ইয়াসমীন,-মরণোত্তর(২০০৩) ৩.শাহাবুদ্দীন আহমেদ,(২০০৫) ৪.মিন্টু রহমান, (২০০৫) ৫.ডঃ রফিকুল ইসলাম,(২০০৬) ৬.আবদুল মান্নান সৈয়দ(২০০৬) ৭.শিল্পী খালিদ হোসেন(২৩ মে ২০০৭/৯ জ্যৈষ্ঠ ১৪১৪)৮.জনাব আসাদুল হক,(২৩ মে ২০০৭/৯ জ্যৈষ্ঠ ১৪১৪) ৯.মরহুম এ. এইচ. সাইদুর রহমান-(২০০৮) ১০.ড আসকার ইবনে শাইখ(২০০৮) ১১.অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইউম(২০০৯) ১২.বেগম রওশন আরা মুস্তাফিজ( ২০০৯)। ১৩.শব্দসৈনিক মুক্তিযোদ্ধা ও শিল্পী এম এ মান্নান(২৫ মে ২০১৪)।

সংবর্ধনা ক্রেস্ট:- ১.শিল্পী জোসেফ কমল রড্রিক্স(২০০৮) ২.শিল্পী ফেরদৌস আরা(২০০৮)।

নজরুল একাডেমী সম্মাননা:- ১.বিচারপতি একেএম নূরুল ইসলাম,(২০০৪) ২.কবি জাহানারা আরজু,(২০০৪) ৩.সাবির আহমেদ চৌধুরী,(২০০৪) ৪.বেগম মাফরুহা চৌধুরী(মরণোত্তর)(২০০৪), ৫.এ আর ভূঁইয়া, (২০০৪) ৬.মমতাজ আলী খান(মরণোত্তর), (২০০৪) ৭.আবদুল হালিম চৌধুরী, (মরণোত্তর)(২০০৪)৮.আবদুল লতিফ, (২০০৪) ৯.আসাদুল হক, (২০০৪)১০.কামরুজ্জামান মণি, (২০০৪)১১.ওস্তাদ আখতার সাদমানী-মরণোত্তর, (২০০৪) ১২.সুধীন দাশ, (২০০৪) ১৩.খালিদ হোসেন, (২০০৪)১৪.ওস্তাদ সৈয়দ জাকির হোসেন, (২০০৪) ১৫.আব্দুল মান্নান সৈয়দ,(২০০৪) ১৬.ফেরদৌসী রহমান, (২০০৪) ১৭.মদন গোপাল দাশ, (২০০৪) ১৮.জাহাঙ্গীর আলম বাচ্চু, (২০০৪) ১৯.সিদ্দিকুর রহমান, (২০০৪) ২০.ডঃ আশরাফ সিদ্দিকী, (২০০৪) ২১.আবদুর রহমান বয়াতী, (২০০৪) ২২.বিচারপতি আবু সাঈদ চৌধুরী, (২০০৫) ২৩. বিচারপতি আবদুল মওদুদ,(২০০৫) ২৪.মোহাম্মদ নাসির উদ্দিন, (২০০৫)২৫.মুজিবর রহমান খাঁ (২০০৫), ২৬.কবি আতাউর রহমান, (২০০৫)২৭.প্রফেসর ডঃ এ এস এম লুৎফর রহমান, (২০০৫)২৮.শেখ দরবার আলম, (২০০৫)২৯.মফিজুল ইসলাম, (২০০৫)৩০.জুলহাসউদ্দিন আহমেদ, (২০০৫) ৩১.আব্দুস সাত্তার, (২০০৫) ৩২, এস.এম.আহসান মুর্শেদ(২০০৫), ৩৩.মুহঃ আসফ-উদ্-দৌলা রেজা-মরণোত্তর(২০০৬), ৩৪.বেদারউদ্দীন আহ্মেদ(২০০৬), ৩৫.মোহাম্মদ মোদাব্বের(২০০৬), ৩৬.শাহীন সামাদ, ৩৭.ফাতেমা তুজ জোহরা, ৩৮.বিশিষ্ট নজরুল অনুরাগী ব্যক্তিত্ব ও সংগঠক জনাব লুৎফর রহমান সরকার ও ৩৯.শিল্পী জান্নাত আরা-মরণোত্তর (২০০৮), ৪০.বেগম রেবেকা সুলতানা(২০০৯), ৪১.অধ্যাপক ড. নাশিদ কামাল (২০০৯), ৪২.মো: ইয়াকুব আলী খান (২০০৯), ৪৩.জনাব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্ (২০১০)। ৪৩.শিল্পী ইয়াসমিন মুশতারী(২৫ মে ২০১৩), ৪৪.দেশের বরেণ্য নাট্যশিল্পী ও প্রাবন্ধিক আরিফুল হক(৩০ নভেম্বর ২০১৬), ৪৫.কবি, লেখক , প্রবন্ধকার, অনুবাদক ম. মীজানুর রহমান(২৫ মে ২০১৭)।

বিশেষ সম্মান:- ১.মহান শিল্পী আব্বাসউদ্দীন(২০০১) ২.শিল্পী কানাইলাল শীল(২০০১) ৩.শিল্পী আব্দুল আলিম,(২০০১) ৪.পল্লী কবি জসিমউদ্দীন(২০০৩), ৫.নজরুল সঙ্গীত শিল্পী, শিক্ষক ও স্বরলিপিকার এসএম আহসান মুর্শেদ(২৮ জুলাই ২০১৭)। 

Social Media

Services Overview

Contact Us