Vision-Mission

 নজরুল একাডেমী গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩: একাডেমীর লক্ষ্য এবং উদ্দেশ্য

এই একাডেমী হবে বাংলাদেশের জাতীয় ভাবধারায় পুষ্ট একটি সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা-কেন্দ্রিক অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
এর প্রচেষ্টা হবে:

ক) বাংলাদেশের জাতীয় কবি ও মহা বিশ^কবি কাজী নজরুল ইসলামের ভাবমূর্তি এবং আদর্শকে সর্বোতভাবে প্রতিষ্ঠিত ও জাগরূক রাখা।

খ) বাংলাদেশের মন-মানসে ও সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে এ দেশের স্বকীয় চরিত্র ও ধ্যান-ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিক ও প্রগতিশীল ভাবধারাকে সম্পৃক্ত ও সুসমন্বিত করা।

Social Media

Services Overview

Contact Us